Citizens Help request (CHR) বা ‘ও পুলিশ, বন্ধু আমার (বন্ধু পুলিশ)’ প্রকল্পের মাধ্যমে জনসাধারণ জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে সাধারণ ডায়েরী বা জিডি করার অনুরোধসহ আইন সহায়তা লাভ করতে পারবেন। জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে প্রবাসীগণও পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকাস্থ প্রবাসী কল্যাণ ডেস্ক-এর সাথে যোগাযোগের জন্য এ ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। উপরন্তু প্রবাসীগণ বাংলাদেশ পুলিশের প্রবাসী সহায়তা সেল-এর সাথে যোগাযোগের জন্য নিম্নবর্ণিত মাধ্যমগুলোর যে কোন একটি মাধ্যম ব্যবহার করতে পারবেন।
ই-মেইল: bangladesh@police.gov.bd.
ফ্যাক্স: +৮৮০-২-৯৫৫৮৮১৮
জরুরী নয়, এমন কিছু বিষয়ের উদাহরণ হচ্ছে:
প্রাথমিকভাবে পাইলট হিসেবে নিম্নবর্নিত থানা/ইউনিটসমূহ থেকে বা ‘বন্ধু পুলিশ’ বা ‘ CHR’-এর সেবা দেয়া হবে।
জনসাধারণের ভাল সাড়া পাওয়া গেলে এবং কোনরূপ পদ্ধতিগত জটিলতা দেখা না গেলে পর্যায়ক্রমে তা অধিক সংখ্যাক থানায় বিস্তৃত করা হবে।
ইভ টিজিং সংক্রান্ত তথ্য (বাংলা)
Information on Eve Teasing (English)
দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি বা ছিনতাই সংক্রান্ত তথ্য (বাংলা)
Information about loss/theft of certificate, ID and documents (English)
নতুন/পুরাতন নৈশপ্রহরী, দারোয়ান, গৃহপরিচারিকা, কেয়ারটেকার, প্রভৃতি নিয়োগ(পলায়ন) সংক্রান্ত তথ্যাদি: (বাংলা)
Information about Night Guard, Guard, Servant, Caretaker (English)
নতুন/পুরাতন ভাড়াটিয়া সম্পর্কিত তথ্য (বাংলা)
Information about new/old tenants (English)
প্রবাসীদের সমস্যা/অভিযোগ (বাংলা)
Expatriate Problems/Complains (English)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস