Wellcome to National Portal

১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অনলাইনে থানায় ডায়েরী

Citizens Help request (CHR) বা ‘ও পুলিশ, বন্ধু আমার (বন্ধু পুলিশ)’ প্রকল্পের মাধ্যমে জনসাধারণ জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে সাধারণ ডায়েরী বা জিডি করার অনুরোধসহ আইন সহায়তা লাভ করতে পারবেন। জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে প্রবাসীগণও পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকাস্থ প্রবাসী কল্যাণ ডেস্ক-এর সাথে যোগাযোগের জন্য এ ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। উপরন্তু প্রবাসীগণ বাংলাদেশ পুলিশের প্রবাসী সহায়তা সেল-এর সাথে যোগাযোগের জন্য নিম্নবর্ণিত মাধ্যমগুলোর যে কোন একটি মাধ্যম ব্যবহার করতে পারবেন।
ই-মেইল: bangladesh@police.gov.bd.
ফ্যাক্স: +৮৮০-২-৯৫৫৮৮১৮
জরুরী নয়, এমন কিছু বিষয়ের উদাহরণ হচ্ছে:

  1. পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো।
  2. বখাটে, মাদক সেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোন অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য (তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন হলে মোবাইল বা অন্য কোন মাধ্যমে সরাসরি ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে হবে)।
  3. ছিনতাইয়ের শিকার ব্যক্তি, যখন নিরাপদ অবস্থানে বা তার আবাসস্থলে আছেন (ছিনতাইকারী গ্রেফতার বা মালামাল উদ্ধারের আশায় জরুরী বা তাৎক্ষনিক পুলিশী সাড়ার প্রয়োজন হলে ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে।
  4. জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন কোন অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য।
  5. গৃহ পারিবারিক, নিয়োগ দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য।
  6. নতুন বা পুরোনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য।

প্রাথমিকভাবে পাইলট হিসেবে নিম্নবর্নিত থানা/ইউনিটসমূহ থেকে বা ‘বন্ধু পুলিশ’ বা ‘ CHR’-এর সেবা দেয়া হবে।

  1. ঢাকা মহানগর-এলাকার সকল থানা
  2. (কেবল প্রবাসীদের জন্য) প্রবাসী সহায়তা সেল, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
  3. নারী নির্যাতন প্রতিরোধ সেল, PHQ
  4. মানব পাচার প্রতিরোধ সেল, PHQ

জনসাধারণের ভাল সাড়া পাওয়া গেলে এবং কোনরূপ পদ্ধতিগত জটিলতা দেখা না গেলে পর্যায়ক্রমে তা অধিক সংখ্যাক থানায় বিস্তৃত করা হবে।